কষ্ট পেতে ভালোবাসি – Chords by Ayub Bachchu

Album Name: Koshto
Tune: Robin
Released Year: 1995
Lyricist: Latiful Islam Shibli

Intro:
Keyboard Melody: Bm
Strings Quick Chords: Bm F#m Em D Em G Bm

Bm —                   D —
কোনো সুখের ছোঁয়া পেতে নয়
Bm —                   D —
নয় কোনো নতুন জীবনের খোঁজে
A—
তোমার চোখে তাকিয়ে থাকা
G—Bm
আলোকিত হাসি নয় 

Em—
আশা নয়
Bm —
না-বলা ভাষা নয়

D— Bm—
আমি কষ্ট পেতে ভালোবাসি
F#m — Bm —
তাই তোমার কাছে ছুটে আসি
D— Bm—
আমি কষ্ট পেতে ভালোবাসি
F#m — Bm —
তাই তোমার কাছে ছুটে আসি

Instrumental: Em F#m G Bm
Bm 
Bm

Guitar Solo Backup
Bm
Bm

D — A– Bm
বুকের একপাশে রেখেছি জলহীন মরুভূমি
D — A– Bm
ইচ্ছে হলে যখন তখন অশ্রুফোঁটা দাও তুমি
E—
তুমি চাইলে আমি দেবো
G–Bm–
অথই সাগর পাড়ি

D— Bm—
আমি কষ্ট পেতে ভালোবাসি
F#m — Bm —
তাই তোমার কাছে ছুটে আসি
D— Bm—
আমি কষ্ট পেতে ভালোবাসি
F#m — Bm —
তাই তোমার কাছে ছুটে আসি

D — A– Bm
Guitar Solo:
First Break Part:
Bm – D – Em – Fm – G – A – Bm
Bm
Bm

D — A– Bm
যখন আমার কষ্টগুলো প্রজাপতির মতো উড়ে
D — A– Bm
বিষাদের সবকটা ফুল চুপচাপ ঝরে পড়ে
E—
আমার আকাশজুড়ে মেঘ
G–Bm–
ভরে গেছে ভুলে

D— Bm—
আমি কষ্ট পেতে ভালোবাসি
F#m — Bm —
তাই তোমার কাছে ছুটে আসি
D— Bm—
আমি কষ্ট পেতে ভালোবাসি
F#m — Bm —
তাই তোমার কাছে ছুটে আসি